শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

আদমদীঘিতে বিনামুলে কৃষি প্রমোদনার বীজ সার বিতরণ

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৭৯ জন দেখেছেন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে কৃষি পুনর্বাসন ও প্রণোদনার আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ও কৃষাণীদের মাঝে বিনামুলে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরন করা হয়েছে। গতকাল সোমবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এই বীজ ও সার বিতরণ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।

 

আরো বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সহ সভাপতি আবু রেজা খান, বগুড়া জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রাণিসম্পদ অফিসার ডা: আমিরুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপজেলা বিভিন্ন ইউনিয়নে কৃষি পুনর্বাসন ও প্রমোদনার আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ৪৮০জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষাণীদের মাঝে কৃষি প্রমোদণার গম বীজ ১০ কেজি. সরিষা বীজ ১ কেজি, ডিএপি ও এমওপি সার ২০ কেজি করে বিনামূলে বিতরন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com