শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

আত্রাইয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আবুহেনা নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১০৬ জন দেখেছেন
আবুহেনা, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর বুধবার দিনব্যাপি মেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যাম মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, নাজমুল হোসেন নাদিম, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি অফিসার সানজির আহম্মেদ শিশির। মেলায় সরকারের বিভিন্ন দপ্তর এবং মাধ্যমিক বিদ্যালয় নিজস্বভাবে ডিজিটাল উদ্ভাবনি উপস্থাপন করেন।
পরে কৃষি অফিসের মাধ্যমে ৩ হাজার ৬’শ ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com