শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন

আত্রাইয়ে ভিক্ষুককে পপকর্ণ যন্ত্র প্রদান

আবুহেনা নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ৬৪ জন দেখেছেন

আবুহেনা, নিজস্ব প্রতিবেদক:

নওগাঁর আত্রাইয়ে ভিক্ষুককে পপকর্ণ যন্ত্র প্রদান করা হয়েছে। ২৭ ডিসেম্বর বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ “ভিক্ষুক পুনর্বাসন প্রকল্প” এর আওতায় জেলা প্রশাসক নওগাঁর পরিকল্পনায় আর্তকর্মসংস্থাপনের লক্ষে ভিক্ষক কোহিনূর বেগমকে পপকর্ণ যন্ত্র প্রদান করেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। এর আগে তিনি ভূমি মালিকগণের মাঝে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভূমি উন্নয়ন কর প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, আহসানগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস এবং আহসানগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।


এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ওসি তারেকুর রহমান সরকার, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, সম্রাট হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, প্রকল্প অফিসার মেহেদী হাসান, নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ, হিসাব রক্ষন অফিসার সাইদুর রহমান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শুশিল সমাজের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com