বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালন

আবুহেনা নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৬০ জন দেখেছেন

আবুহেনা,নিজস্ব প্রতিবেদক:

ভোটার হবো নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে প্রতিপাদ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। দিবস উপলক্ষে ২ মার্চ বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, খবিরুল ইসলাম, নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহদি মসনদ স্বরুপ, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, তথ্য অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও ইকতেখারুল ইসলাম বলেন, ভোট হলো নাগরিক অধিকার। নির্বাচনের দ্বারা ক্ষমতার পালাবদলের হাতিয়ার। গনতন্ত্র, নির্বাচন, ভোটাধিকার বিষয়ে জনসাধারণ, বিশেষত তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালনের গুরুত্ব তুলে ধরেন। এছারা গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় খুঁটি ভোটাধিকার উল্লেখ করে জনগনের মতামতের প্রতিফলন ঘটে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com