শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

অপ্রত্যাশিত ফলাফল জবি শিক্ষক সমিতি নির্বাচনে

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ জন দেখেছেন

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশের) প্যানেল থেকে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে পূণরায় রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মো: লুৎফর রহমান নির্বাচিত হয়েছেন।

 

বুধবার (২১ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল ৯ টা হতে দুপুর আড়াই টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের পর গণনা শেষে বেলা ৪ টার দিকে নির্বাচন কমিশন এ ফলাফল প্রকাশ করেন।

 

এছাড়াও সহ সভাপতি হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: সরোয়ার আলম, কোষাধ্যক্ষ হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিরাজ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ এম এম গোলাম আদম।

 

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আক্তার, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান পান্না, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক দীপিকা মজুমদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মালেক।

 

উল্লেখ্য, নির্বাচনে মোট ভোটার ছিলো ৬৭৫ জন, তারমধ্যে ভোট কাস্ট হয় ৫০৫ টি। নির্বাচনে যৌথভাবে সর্বোচ্চ ৩৩৪ টি ভোট পেয়ে অধ্যাপক ড. মো. আবুল কালাম মো. লুৎফর রহমান সাধারণ সম্পাদক পদে ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হাসান সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে ১৫ জনের পদে নীলদল (একাংশ) তথা অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম- অধ্যাপক ড. আবুল কালাম মো: লুৎফর রহমান প্যানেল থেকে ১৩ জন এবং নীলদল (অন্য অংশ) তথা অধ্যাপক ড. মো: শাহজাহান- অধ্যাপক ড. জহির উদ্দিন আরিফ প্যানেল থেকে সদস্য পদে ২ জন নির্বাচিত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com