বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন

রাজারহাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ৩০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবার

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৬ জন দেখেছেন

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৩০৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।
গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
বুধবার ৯আগস্ট সকাল ৯ঃ১৫ ঘটিকায় রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলার ৩শত ৪টি ঘরের চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃহাবিবুর রহমান। রাজারহাট উপজেলা ভূমি সহকারী কমিশনার এবিএম আরিফুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম,রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ,ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শামসুল আলম,রাজারহাট প্রেসক্লাব থেকে সরকার অরুণ যদু, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম,জয়কুমার আশ্রয়নের সুবিধাভোগী মোছাঃ নাজিনা বেগম,মোঃ জাবেদ আলী প্রমুখ। এসময়ে উপস্থিত ছিলেন এডিসি রাজস্ব উত্তম কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল একেএম ওহিদুন্নবী,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আবদুল্লা হিল জামান,সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক,নাজিমখান ইউপি চেয়ারম্যান আবদুল মালেক পাটোয়ারী নয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি সুমন রায়,পিআইও আসাদুজ্জামান,উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা,ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সে লিডার গোলাম মোস্তফা,ওসি এলএসডি শরিফ আহমেদ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com