শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:০৯ অপরাহ্ন

রাজারহাটে চাকিরপশায় কবর থেকে লাশ চুরির চেষ্টা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৫৭ জন দেখেছেন

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজারহাটে শনিবার দিবাগত রাতে উপজেলার চাকিরপশার পাঠক গ্রামে নুরজাহান বেগম (৭৮) চিকিৎসাধীন অবস্থায় গত ০১ জুন দুপুর অনুমান ১২ঃ৪৫ ঘটিকায় রাজারহাট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঐ দিনই বাদ মাগরিব গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। কবরস্থ করার রাতই অনুমান ১০ঃ৩০ ঘটিকার সময় মৃতার ছেলে কবরস্থানে গিয়ে কবরের উত্তরাংশ উম্মুক্ত দেখতে পায় এবং জানতে পারে কবরস্থান থেকে তার মায়ের লাশ চুরি হয়ে গেছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান এবং আশেপাশে অনুসন্ধান করে লাশ না পেয়ে তিনি জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর ফোন দিয়ে বিষয় টি অবহিত করেন। পরে জাতীয় জরুরী সেবা সংবাদ টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান কে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে যান, মৃতার কবরে গিয়ে কবর উম্মুক্ত দেখতে পান। ওসি মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ অনুসন্ধান করে কবরস্থানের ১ কি:মি: অদুরে জমিতে অর্ধনিমজ্জিত অবস্থায় রাত অনুমান ১ঃ৩০ ঘটিকার দিকে মৃতার লাশ টি উদ্ধার করেন। পরে নারী পুলিশের সহায়তায় যথানিয়মে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয় এবং লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মৃতার পরিবার পুনরায় লাশের জানাযা সম্পন্ন করে ফযরের নামাযের পর পুনরায় লাশ দাফন করেন।

এবিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে দ্রুত অপরাধী কে গ্রেফতার করে আসল ঘটনা উন্মোচন করা হবে।

ইব্রাহিম আলম সবুজ
রাজারহাট,কুড়িগ্রাম।
তাং ০২/০৬/২০২৪ইং।
মোবাঃ ০১৭১২০০০৫৪০

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com