বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:৪৩ অপরাহ্ন

রাঙা বউ

সাহিত্য সম্পাদক প্রজন্ম ট্রিবিউন
  • আপডেট সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৯ জন দেখেছেন

রাঙা বউ

লুৎফুর রহমান (রানা)

তুমি মিষ্টি তুমি সুন্দরী

তুমি অপরূপা তুমি তীলতুমা

তুমি এই হৃদয়ের আয়না,

তুমি শ্রেষ্ঠ তুমি পরী 

তুমি নারী, তুমি দেবি,

তুমি নীল নয়না,

প্রেমে পড়িতে চাহে মন

অতুলতায় 

থাকে পড়ে সারাক্ষণ মঝে

বিলাশুতায় 

আকড়ে ধরে রাখিতে চাই।

তুমি উপমা, তুমি নীল

আকাশের

মিল্কিওয়ে গ্যালাক্সির

রঙিন তারা 

যখন খুঁজে মন 

দূরে থাকো হয়ে মিটিমিটি 

তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com