বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন

মান্দায় নাশকতার মামলায় জামাত নেতা ইউপি চেয়ারম্যান কারাগারে

মো.আককাস আলী, নিজস্ব প্রতিবেদক 
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক :

নওগাঁর মান্দায় নাশকতার মামলায় জামাত নেতা নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি।
আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাশকতার একটি মামলায় জামায়াতনেতা ইয়াছিন আলী উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন তিনি।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া মসজিদে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় মান্দা থানা পুলিশ বাদি হয়ে মামলা করেন। নাশকতার ওই মামলায় এজাহারভূক্ত আসামি ছিলেন নুরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জামায়াতনেতা ইয়াছিন আলী।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com