রবিবার, ০৪ জুন ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন

মহাদেবপুরে সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলার ১৫ জন আসামি গ্রেফতার

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৪৩ জন দেখেছেন

মোহাম্মদ আককাস আলী, নিজস্ব প্রতিবেদক :

 

নওগাঁর মহাদেবপুর থানাপুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৫ জন আসামি গ্রেফতার করেছে।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে, ওসি মো.মোজাফফর হোসেন ও থানা ফোর্সের সমন্বয়ে মহা‌দেবপুর থানা এলাকায় সাঁড়াশি অ‌ভিযান প‌রিচালনা করে জিআর-৩৩৭/১৯(মহাঃ) এর আসামী শ্রী বি‌রেন (৩৫), পিতা- বুদা, সাং- খোদ্দনারায়নপুর, ‌জিআর- ২২২/১৯(মহাঃ) এর আসামী মোঃ জা‌মিল হো‌সেন(২৬), পিতা- মোঃ আঃ জ‌লিল, মোঃ আঃ জ‌লিল(৫০), পিতা- মৃত কেতাব আলী, মোঃ সাইফুল ইসলাম, পিতা- মোঃ ফ‌য়েজ উ‌দ্দিন, মোঃ জাইদুল ইসলাম, পিতা- মোঃ ফ‌য়েজ উ‌দ্দিন, মোছাঃ বৃ‌ষ্টি, স্বামী- মোঃ সাইফুল ইসলাম, মোছাঃ সে‌লিনা বেগম, স্বামী- মোঃ জাইদুল ইসলাম, সর্বসাং-বাগাচারা আদর্শগ্রাম, জিআর-০৩/১২(মহাঃ) এর আসামী, মকলেছুর রহমান, পিতা- মৃত আস্রাব,অ‌লি, পিতা- মৃত কুমুদ জিল্লুর রহমান, পিতা- মোজাফ্ফর, ফারুক, পিতা- মোজাফ্ফর,মোক‌সেদ, পিতা- মৃত উসমান মন্ডল, সর্বসাং- শিকারপুর, জিআর-৩৫৩/২০(মহাঃ) এর আসামী, মোঃ আসাদ, পিতা- মৃত আঃ সামাদ, মোঃ বাদশা, পিতা- মৃত আব্দুস সামাদ, উভয়সাং- অর্জুনী, সর্বথানা-মহা‌দেবপুর, জেলা-নওগাঁ এবং জিআর-১৭৭/২৩ (মহাঃ) এর আসামী,। মোঃ জাকা‌রিয়া হো‌সেন, পিতা- মোঃ আতাউর রহমান, সাং- বে‌জোড়া, থানা-মান্দা, জেলা-নওগাঁদের‌কে ওয়া‌রেন্টমূলে গ্রেফতার পূর্বক অদ্য ইং ২১/০৫/২০২৩ তারিখ বিজ্ঞ আদলতে প্রেরণ করেন

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com