লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মানবতার কল্যাণে সাহিত্য ও সংস্কৃতি কে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের স্থায়ী সদস্য সম্মেলন ও কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা এবং সামাজিক কাজে স্বকৃতি স্বরুপ গুণীজন সম্মাননা ২০২৩ প্রদান করেন।
১ সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল ৩টা থেকে জাতীয় চিত্রশালা মিলনায়তন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কবি সাহিত্যিক শিল্পী সংস্কৃতিমনা ও মানবতার ফেরিওয়ালাদের উপস্থিতিতে প্রাণবন্ত আনন্দঘন হয়ে উঠে পরিবেশ, তার সাথে ছিলো গান নাচ কবিতা আবৃত্তি অভিনয় ও হাসির কৌতুক। ঝমকালো আয়োজনে রাত ১১ টা পর্যন্ত চলে অনুষ্টান।
মিরাক্কেল ফাইনালিষ্ট আফনান আহমেদ রাশেদ এর উপস্থাপনায় বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মোমেন সিকদার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন চেয়ারম্যান বাংলাদেশ ইলেকট্রিক এসোসিয়েশন, উদ্বোধন করেন আবু সায়েম লিটন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজকর্মী, প্রধান আলোচক প্রাকৃতজ শামিম রুমি টিটন লেখক গবেষক ও সংগীতজ্ঞ, মূখ্য আলোচক কামরুল ইসলাম বিশিষ্ট লেখক ও কবি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মহিউদ্দিন চেয়ারম্যান এর একান্ত সচিব (বি ই আর সি),শেখ আবুল খায়ের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক, এ বি এম সোহেল রশিদ অভিনেতা সংগঠক ও কবি, এসময় স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ আবু তাহের নব নির্বাচিত সাধারণ সম্পাদক বাংলাদেশ কালচারল কল্যাণ পরিষদ, অনুষ্টানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি তাহেরা খাতুন, মুহাম্মদ আবু তাহের, মতিউর রহমান,আবুল বাশার বাসেদ, শাহিন খাঁন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আলহাজ্ব শরীফ সাকী পিএইচডি ইন,ল, অধ্যক্ষ এ কে মিলন উপদেষ্টা বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদ, মনোবিজ্ঞানী নাজমুল হোসেন বাচিক শিল্পী, মোস্তফিজুর রহমান চৌধুরী চেয়ারম্যান পোয়েটাস ক্লাব,প্রফেসর ডক্টর শহীদ মনজু বিশিষ্ট নজরুল গবেষক, প্রফেসর ডাঃ সন্দীপন মল্লিক জাগরণী সংগীতশিল্পী, অধ্যক্ষ আবুল কালাম আজাদ মহাসচিব শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন, টিপু রহমান প্রতিষ্ঠিতা জাতীয় পরিষদ, অধ্যক্ষ খান আক্তার হোসেন চলচিত্র পরিচালক, এস এম উজ্জল হোসেন উপদেষ্টা বা,কা,ক,প, রুবী শামসুন নাহার কবি ও সংগঠক, আতিক হেলাল কবি ছড়াকার ও বাংলা একাডেমির আজীবন সদ