রবিবার, ০৪ জুন ২০২৩, ০৮:০৩ পূর্বাহ্ন

নীলিমা

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ২২৬ জন দেখেছেন

নীলিমা

 মোঃজুলহাজ আলী

তুমি নীল আকাশের ঢেউ খেলা মেঘ,
তুমি মুক্ত আকাশে উড়ে বেড়াও
পাখি-পাহাড়-ঝর্ণার সাথে গাও গান
উজ্জ্বল হয়ে উঠে এ ভুবন।

তুমি যে বন্ধু আমার
তুমি সুন্দরী তপতী,
তুমি যে, সূর্যপত্নী ছায়া।

তোমার সুন্দর ও কোমল হৃদয়ের
ভালোবাসায় বেধেছো আমায়।

তুমি যে বন্ধু আমার,
তুমি যে ভালোবাসা আমার,
তুমি যে সকল বন্ধুর রক্ষাকবজ।

দূর্গা মাকে দিয়েছো তুমি মর্যাদা।
তুমি শরৎ ও হেমন্ত কালে
শিশির ভেজা সকালে
ঝরে পড়া শিউলি ফুল।

তোমারি সুবাসে রাতকে করেছ পবিত্র
তুমি দিয়েছো প্রকৃতিকে অসম্ভব সুন্দর দৃশ্য।
তুমি করেছ আমাকে সমৃদ্ধি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com