শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০২:৪৪ পূর্বাহ্ন

নাটোর-২ আসনের আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন এমরান সোনার

সাংবাদিকের নাম:
  • আপডেট সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৮২ জন দেখেছেন

বিশেষ প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর -২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমরান সোনার।

গত শনিবার (১৮ নভেম্বর ২০২৩)দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম কিনেন এবং দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী তিনি ।

এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর ২০২৩।রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩ থেকে ৫ জানুয়ারি ২০২৪ ,সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি ২০২৪,রবিবার ।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com