তানসেন আলী মন্টু বগুড়া জেলা প্রতিনিধি
নবাগতউপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঙ্গে সহকারী শিক্ষকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী শিক্ষকদের সংগঠনের নেতারা। এসময় ইউএনও মো. হুমায়ুন কবির উপজেলা প্রশাসনকে জনবান্ধব ও আরও সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) সংগঠনের সভাপতি মাহফুজার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন রানা, কোষাধ্যক্ষ এনামুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহুরুল ইসলাম, ধর্মীয় সম্পাদক রেজাউল করিম প্রমূখ।