বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন

নন্দীগ্রামে আগুনে পুড়ে যাওয়া কারখানা পরিদর্শনে ইউএনও হুমায়ুন কবির

হাফছা খাতুন, স্টাফ রিপোর্টারঃ-
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৫ জন দেখেছেন

হাফছা খাতুন, স্টাফ রিপোর্টারঃ-

 

বগুড়ার নন্দীগ্রামে দইয়ের কারখানাসহ ৩টি বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।২৩ আগস্ট বুধবার সন্ধ্যার পূর্বে নন্দীগ্রাম পৌর শহরের কলেজপাড়ায় এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যার পূর্বে কলেজপাড়া আজাহার আলীর বাংলা দই ঘরের কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন বিভিন্ন বাড়িতে ছড়িয়ে পড়ে। আর এতে করে পাশের আলাউদ্দিন ও হবিবর রহমানের বাড়িতে আগুন লেগে যায়। আংশিক আগুন লেগে যায় ব্যবসায়ী আল আমিনের বাড়িতেও। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিশেষ করে বাংলা দই ঘরের মালিক আজাহার আলীর টিনসেট বাড়িটি সম্পূর্ন পুড়ে যায় এতে করে আসবাব পত্র, দই বানানোর উপকারণ, নগদ টাকা, সোনার গহনা সহ বিভিন্ন জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। ফলে তার সর্বমোট ৫০লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। আজাহারের বাড়ি সহ তিনটি বাড়িতে প্রায় ১কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। পৌর মেয়র আনিছুর রহমান জানান, দইয়ের কারখানাসহ ৩টি বাড়িতে আগুনে ভস্মীভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার স্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা করার আশ্বাস প্রদান করা হয়েছে। অপরদিকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রæত ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির। এরপর তিনি ৩টি আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের আর্থিকভাবে সহযোগীতা করার আশ্বাস দেন। এবিষয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভির আহমেদ বলেন, ‘সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com