শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৫২ জন দেখেছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (০৪ নভেম্বর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তর এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।

সভায় অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার।

উপজেলা সমবায় অফিসার ভূঁইয়া মোহাম্মদ শাহীনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, জাইকা কর্মকর্তা এবিএম সিদ্দীক, দক্ষিণ শ্রীপুর সমবায় সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল প্রিয়া।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com