শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন

চৌদ্দগ্রামে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

 

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংগঠিত বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও অবিলম্বে ওই মামলার বিচারের রায় কার্যকরের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে চৌদ্দগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন সিআইপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, জেলা পরিষদের সাবেক সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা, দফতর সম্পাদক নান্টু চন্দ্র দেবনাথ, সহ-দফতর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হালিম চৌধুরী নিজাম, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, নায়িমুর রহমান মজুমদার মাছুম, কাজী ফখরুল আলম ফরহাদ, মোস্তফা কামাল, মাইন উদ্দিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ছৈয়দ আহম্মদ ভূঁইয়অ খোকন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, উপজেলা যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম, পৌর যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ নাসির উদ্দিন, কনকাপৈত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার ওয়ালী উল্লাহ, চিওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব লিটন, জগন্নাথদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী বেলাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক কাউসার হানিফ শুভ প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com