মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: রোকন উদ্দীন (৩০) অসুস্থতাজনিত কারণে গত বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বৈলপুর গ্রামের মরহুম হাজী কালা মিয়ার ছোট ছেলে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী ও ১ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বা’দ যোহর করপাটি পূর্বপাড়া বায়তুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিক্ষক রোকন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জািনয়েছেন চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।