মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ধর্মব্রত চৌধুরী (৭৮) বার্ধক্যজনিত কারণে সোমবার সাড়ে দশটায় নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত অনুকুল চন্দ্র চৌধুরীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল তিনটায় উনার নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শৈলবতী চৌধুরী নন্দন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, প্রমোদ রঞ্জন চক্রবর্তী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টিম।
মুক্তিযোদ্ধা ধর্মব্রত চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনচৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা ধর্মব্রত চৌধুরীর প্রয়াণ, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা ধর্মব্রত চৌধুরী (৭৮) বার্ধক্যজনিত কারণে সোমবার সাড়ে দশটায় নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত অনুকুল চন্দ্র চৌধুরীর পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল তিনটায় উনার নিজ বাড়িতে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এর আগে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শৈলবতী চৌধুরী নন্দন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, প্রমোদ রঞ্জন চক্রবর্তী, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার সহ চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে পুলিশের একটি টিম।
মুক্তিযোদ্ধা ধর্মব্রত চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক রেলপথ মন্ত্রী মো: মুজিবুল হক মুজিব এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। করেন।