বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৭ অপরাহ্ন

চৌদ্দগ্রামে বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশন’র নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাহুল, সম্পাদক দীপু

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৬৫ জন দেখেছেন

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৮নং মুন্সীরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের তরুণরা একতাবদ্ধ হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিলে একটি সামাজিক সংগঠন গড়ে তোলে। যার নাম দেওয়া হয় ‘বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশন’ পথচলার শুরু থেকেই সংগঠনটি নানা জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

তারুণ্য নির্ভর এই সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ২০২৩-২৪ বর্ষের ০৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন হাসান শরীফ রাহুল এবং সাধারণ সম্পাদক মনোনীত হন মো: মেহেদী হাসান দীপু।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি শরিফুল ইসলাম শামীম, তৌফিকুর রহমান বায়জিদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন।

বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা সাইফুল ইসলাম বলেন ‘বাংপাই যুব কল্যাণ ফাউন্ডেশন’ নিয়মিত স্বেচ্ছায় রক্তদান, করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা কার্যক্রম, পবিত্র রমজানে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সহ অসহায়-গরীব মানুষদের মাঝে বিভিন্ন সহযোগিতা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মানবসেবামূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com