বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ অপরাহ্ন

কুলাউড়ায় পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরে গেল নিখোঁজ শিশু

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৭৪ জন দেখেছেন

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি

 

মৌলভীবাজারের কুলাউড়ায় কাউছার আলী (১৪) নামে নিখোঁজ এক মাদ্রাসাছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ আগস্ট) রাতে কাউছারকে উদ্ধারের পর শিশুটিকে তার দাদির কাছে হস্তান্তর করে কুলাউড়া থানা পুলিশ।

গত ১০ জুলাই সকালে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের মৃত নির্মন আলীর ছেলে মাদ্রাসাছাত্র কাউছার আলী নিখোঁজ হয়। নিখোঁজ সংক্রান্তে শিশু কাউসারের দাদি মনিকা বিবি কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে থানার ওসি মো. আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় এসআই আতিকুল আলম খন্দকার ও এসআই বিদ্যুৎ পুরকায়স্থ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জনৈক ফজলুল কাদের চৌধুরীর সহযোগিতায় শনিবার (১৯ আগস্ট) রাতে কাউছারকে উদ্ধার করা হয়। এরপর গতকাল রাতে কাউছারের দাদি মনিকা বিবির কাছে তাকে হস্তান্তর করেন ওসি মোঃ আব্দুছ ছালেক।

কাউছারকে পেয়ে তার দাদি মনিকা বিবি পুলিশের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। সার্বিক সহযোগিতার জন্য পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com