বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৯ অপরাহ্ন

‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি
  • আপডেট সময় : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৮৫ জন দেখেছেন

ফয়সাল আহমেদ, জবি প্রতিনিধি।

‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) র অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণর্মিলনী-২০২২ অনুষ্ঠান।

 

শনিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি পালিত হয়।

অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আহবায়ক ইস্কান্দার মির্জার সভাপতিত্বে,অনুষ্ঠানের উদ্বোধন করেন পিকেএসএফের চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।এছাড়া উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নুরুল আমিন রুহুল এম.পি, এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজম খান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের শিক্ষক ও পরিচালক ( ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল।

এছাড়াও অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যেমে শেয়ার করুন

এই ক্যাটাগরির অরো খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com